আশীর্বাদ

বাবা (জুন ২০১২)

পন্ডিত মাহী
  • ৩৮
  • ৬৫
সকল সময়!
একটা ইতস্তত লোভী ডাক
মনের গভীরে শোনায় কিছু শব্দ-
শেকলের শব্দ, পরাজয়ের শব্দ।
তাই
আবিকল আসল চোখে চেয়ে
আমি রুগ্ন শরীর গুলোর
মাংস কেটে নেই।
রাত্রির আধারে চাঁদের আলোয়
কোন বক্ষা তরূনীর
বুকের আচঁল নামিয়ে
সুখ নেই- শুষে।
জাগ্রত কথায় একশ কি দু’শ বছর
গনভবনের আশেপাশে
আমি ভালো মানুষ হয়ে থাকি,
রেজিস্ট্রি করে নেই
সারি সারি কবর পিতা কিংবা স্বামীর নামে
যারা দিয়েছিলো পৌরাণিক প্রাণ।

ক্রমিক স্বপ্নে ক্রমে পূর্ণতা হয়
কালকে যে স্বপ্ন কিনেছি
আকাংক্ষার পাথর জলে,
ওটা ডানপাশে থাক।
বাকি সব রীতিখোলা জীবন-যাপনে
পুড়ে যাক, মরে যাক।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মনির মুকুল তথাকথিত এই বাবাপ্রীতিকে আমি শুধু অপছন্দই করি না; বড্ড বেশি ঘৃণা করি। চমৎকার লিখেছেন।
অবশ্য আপনি বলেছেন বাবাকে নিয়ে নয়; বাবার ভক্তদের নিয়ে।
খন্দকার নাহিদ হোসেন মাহী ভাই, দিন দিন নিজের লেখায় বিভিন্ন পরীক্ষা করছে...। আর সেটা সবসময়ই চাই। এ কবিতার জন্য সেরাটাই রইলো। শুধু প্রথম লাইনের বিস্ময় বোধটা না দিলেও হয়তো চলতো কারণ সেটা বুঝতে চতুর্থ লাইন পর্যন্ত যাওয়া লাগে। আর দিতে বেশি মন চাইলে সেটা না হয় ৪নম্বর লাইনেই হোক......।
মামুন ম. আজিজ সুপাঠ্য কবিতা নিঃসন্দেহে। ..ঐতিহাসিক একটা টান
সেলিনা ইসলাম কবিতার প্লট এককথায় অসাধারণ! আপনি আরো ভাল কবিতা উপহার দিন সেই প্রত্যাশায় শুভকামনা !
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন ................চমৎকার কবিতা, বিশেষ করে শেষ পঙতিটা, খুব ভাল লেগেছে। শুভেচ্ছা রইল।
মোঃ সাইফুল্লাহ //বাকি সব রীতিখোলা জীবন-যাপনে পুড়ে যাক, মরে যাক// ভিষণ সুন্দর। আপনাকে ধন্যবাদ।
রোদের ছায়া বেশ ভালই লাগলো ''তাই আবিকল আসল চোখে চেয়ে আমি রুগ্ন শরীর গুলোর মাংস কেটে নেই।'' .................................এই লাইন কটার মানে বুঝলাম না । শুভকামনা থাকলো
Sisir kumar gain খুব সুন্দর কবিতা।শুভ কামনা।

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৬৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪